সহজ কিস্তিতে অনলাইনে যেকোনো ব্রান্ডের মোবাইল কিনুন

কিস্তিতে মোবাইল কেনার নিয়ম

কিস্তিতে মোবাইল কিনতে হলে ২০%-৬০% ডাউন পেমেন্ট করতে হবে, বাকি টাকা ৩ মাস, ৬ মাস বা ১২ মাসের কিস্তিতে পরিশোধ করতে হবে। বিভিন্ন সেলারের কিস্তির মেয়াদ বা সময় ভিন্ন হতে পারে। এখানে ডাউন পেমেন্ট বলতে বুঝানো হয়েছে, আপনি যেই ফোনটি কিনতে চান তার দামের ২০%-৬০% টাকা আপনাকে ক্রয় করার সময় পরিশোধ করতে হবে।

যেমন: আপনি যেই ফোনটি কিস্তিতে কিনতে চান তার দাম যদি হয় ২০,০০০ টাকা তাহলে আপনাকে চার হাজার থেকে বারো হাজার টাকা দিয়ে ফোনটি কিনতে হবে। তারপর অবশিষ্ঠ টাকা কিস্তি অনুযায়ী শোধ করবেন।

 

কিস্তিতে মোবাইল কিনতে কি কি লাগবে

এখন জানি কিস্তিতে মোবাইল কিনতে কি কি ডকুমেন্টস লাগে। নিচে কিছু প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেয়া হল।

  • জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • আপনার নিশ্চয়তা প্রদানকারী বা গ্যারান্টর (Guarantor) এর জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র
  • ক্রেতা ও গ্যারান্টরের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
  • গ্যারান্টর অবশ্যই উপার্জনক্ষম ও বিশ্বস্ত হতে হবে।
  • বিক্রেতা কর্তৃক প্রদত্ত নির্দিষ্ট ফরম পূরণ

তবে,  EMI এর মাধ্যেমে কিস্তিতে মোবাইল ফোন কিনতে কোন ধরনের কাগজপত্র বা নিশ্চয়তা প্রদানকারীর প্রয়োজন হবে না। সেইক্ষেত্রে আপনাকে ডিজিটাল পেমেন্ট মেথড ব্যবহার করে কিস্তিতে পেমেন্ট করে মোবাইল কিনতে হবে।

সরাসরি শপ থেকে, পস (Pos) এর মাধ্যমে বা অনলাইন থেকে সাপোর্টেড যে কোন ভিসা, মাস্টারকার্ড, ডিবিবিএল, ডেবিট ও ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট দিয়ে পেমেন্ট করে কিস্তিতে মোবাইল কেনা যাবে। এসব ক্ষেত্রে সচরাচর কোন ডকুমেন্ট প্রয়োজন হয় না।

 

অনলাইনে কিস্তিতে মোবাইল অর্ডার করতে চাই

অনলাইনে কিস্তিতে মোবাইল কিনতে হলে, বিভিন্ন জনপ্রিয় ও নির্ভরযোগ্য ইকমার্স সাইটে ভিজিট করে তাদের কিস্তির ধরণ ও শর্ত জেনে নিতে হবে। আমার মতে সবচেয়ে ভাল হয়, Daraz। দেখতে পারেন, phone Online Shop, Robishop ও সাম্প্রতিক চালু হওয়া ওয়ালটনের Walcart । এসব সাইট থেকেও আপনি অনলাইনে কিস্তিতে মোবাইল কিনতে পারবেন।

স্মার্টফোনের মূল্য ভিসা, মাস্টারকার্ড, ডিবিবিএল, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে। একই সঙ্গে বিকাশ, শিওরক্যাশ, মাইক্যাশের মতো মুঠোফোনভিত্তিক ব্যাংক হিসাব দিয়েও স্মার্টফোনের দাম দেওয়া যাবে।

 

কিস্তিতে মোবাইল কোথায় পাবো

এখন প্রশ্ন আসতে পারে কিস্তিতে মোবাইল কোথায় পাবো। মোবাইল ফোনের চাহিদা বেশি ও প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় প্রায় সকল ব্র্যান্ডই নিজস্ব ফোনের বিক্রয় বাড়াতে কিস্তিতে মোবাইল বিক্রির অফার চালু রাখে। Daraz, Walton, Robishop নিয়মিতভাবেই কিস্তিতে মোবাইল বিক্রয় করে থাকে। তাছাড়া বিভিন্ন অকেশনে ও কিস্তিতে মোবাইল বিক্রয় দেখা যায়।

কোথা থেকে কিস্তিতে মোবাইল কিনবেন? সাধারণত মোবাইল ব্র্যান্ডগুলো নিজস্ব ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য দিয়ে রাখে। বেশিভাগ কোম্পানীগুলো নিজস্ব ওয়েবসাইট থেকেই অনলাইনে কিস্তিতে মোবাইল বিক্রয় করে।  আসুন জানি কোথায় কোথায় কিস্তিতে মোবাইল বিক্রয় করা হয়।

1. Daraz থেকে কিস্তিতে মোবাইল ক্রয়

0% ইন্টারেস্ট এবং সর্বোচ্চ ১২ মাসের মাসিক কিস্তিতে প্রায় সকল ব্র্যান্ডের স্মার্টফোন নিতে পারবেন, দারাজ থেকে। ৩, ৬, ৯ ও ১২ মাসের কিস্তিতে মোবাইল কিনতে পারেন। তবে এসুবিধা বিশেষ কিছু ব্যাংকের গ্রাহকরা পাবেন।

যেসব ব্যাংকের গ্রাহকরা দারাজ থেকে কিস্তিতে মোবাইল কিনতে পারবেন।

  • Standard Chartered Bank
  • Southest Bank
  • NRB Bank
  • City Bank
  • Mutual Trust Bank
  • Eastern Bank
  • Jamuna Bank
  • LankaBangla Finance
  • BRAC Bank

Daraz থেকে কিস্তিতে মোবাইল নিতে, পেমেন্ট মেথডে Installment সিলেক্ট করবেন। তারপর, ব্যাংক ও কিস্তির মেয়াদ সিলেক্ট করুন। আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য দিন এবং Pay Now বাটনে ক্লিক করে প্রথম কিস্তির টাকা ও ডেলিভারী চার্জ পরিশোধ করুন।

দারাজ থেকে কিস্তিতে মোবাইল ক্রয়

2. ওয়ালটন মোবাইল কিস্তিতে কেনার নিয়ম

সহজ কিস্তিতে ওয়ালটন মোবাইল কিনতে পারেন ওয়ালটন প্লাজা ও আউটলেট থেকে। নগদ কিস্তি সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র সকল ওয়ালটন প্লাজা-তে এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI সুবিধা পাওয়া যাবে যেকোনো ওয়ালটন প্লাজা এবং ওয়ালটন ব্র্যান্ড আউটলেট থেকে।

কিস্তিতে ওয়ালটন মোবাইল ক্রয় সংক্রান্ত বিস্তারিত জানতে ওয়ালটন হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন- ১৬২৬৭ অথবা ০৯৬১২৩১৬২৬৭ ।

3. RobiShop – রবিশপ

কিস্তিতে মোবাইল কেনার জন্য আরো একটি বিকল্প হতে পারে রবিশপ। রবিতে কিস্তিতে মোবাইল ফোন ক্রয়ের ক্ষেত্রে তারা দাম ও বিভিন্ন ব্যাংকের কার্ড অনুসারে ৩ থেকে ৩৬ মাস পর্যন্ত কিস্তি সুবিধা দিচ্ছে।

রবিশপে বিভিন্ন ব্যাংকের EMI Details

Bank No of EMI
BRAC 36
EBL 24
SCB 24
Dhaka Bank 12
UCB 24
Trust Bank Limited 36
DBBL 24
Mutual Trust Bank 36
Bank Asia 24
LankaBangla 36
SBAC Bank 24
Robishop EMI Details

4. গ্রামীণফোন কিস্তিতে মোবাইল

গ্রামীণফোনের অফিসিয়াল স্টোর থেকে কিস্তিতে মোবাইল কিনতে পারবেন।

ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়া কিস্তিতে মোবাইল ক্রয়

ক্রেডিট কার্ড ছাড়া কিস্তিতে স্মার্টফোন কিনতে সেলারের নিজস্ব আউটলেট থেকে নগদ কিস্তিতে স্মার্টফোন কিনতে হবে। এজন্য আপনাকে অবশ্যই তাদের বিশেষ ফরম পূরণ করতে হবে। ক্রেতা এবং গ্যারান্টরের জাতীয় পরিচয়পত্রের কপি এবং পাসপোর্ট সাইজ ছবি লাগবে। ক্রেতার অফিসের ঠিকানা লাগবে এবং বিজনেস কার্ডের প্রয়োজন পড়বে।

কিস্তিতে মোবাইল চট্টগ্রাম

চট্টগ্রাম থেকে কিস্তিতে মোবাইল কেনার জন্য, বিভিন্ন ব্রান্ডের অফিসিয়াল স্টোরে ভিজিট করতে পারেন। শাওমি, স্যামসাং, অপ্পো ও ওয়ালটন সহ সব ব্র্যান্ডই কিস্তিতে মোবাইল অফার করে থাকে। তাছাড়া, এসব ব্র্যান্ডের অনলাইন স্টোর, দারাজ, গ্রামীণফোন স্টোর ও রবিশপ থেকে অর্ডার করেও চট্টগ্রামে কিস্তিতে মোবাইল ফোন নিতে পারেন।

কিস্তিতে মোবাইল ক্রয় সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন

কিস্তিতে কি মোবাইল পাওয়া যায়?

সাধারণত মিড বাজেটের ফোন থেকে শুরু করে দামী প্রায় সব ব্র্যান্ডের মোবাইলগুলো কিস্তিতে পাওয়া যায়। এখানে মিড বাজেট বলতে ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যের মোবাইলকে বুঝানো হয়েছে।

কিভাবে কিস্তিতে মোবাইল কিনব?

কিস্তিতে মোবাইল কেনার জন্য সবচেয়ে ভাল মাধ্যম হতে পারে Daraz. তাছাড়া, ওয়াল্টন প্লাজা, রবিশপ থেকেও অনলাইনে কিনতে পারবেন।

কিস্তিতে মোবাইল অর্ডার করতে চাই, কিভাবে করব?

কিস্তিতে মোবাইল অর্ডার করার জন্য সবচেয়ে ভাল মাধ্যম হতে পারে, রবিশপ, গ্রামীণফোন শপ, দারাজ। এসব সাইট থেকে নিশ্চিন্তে আপনার পছন্দের মোবাইলটি কিস্তিতে অর্ডার করতে পারেন।

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *